
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘাতক ছবির শ্যুটিং-এর সময় হাঁটুতে চোট পেয়েছিলেন অভিনেতা এবং প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সে সময় প্রথাগত চিকিৎসা নয়, হাঁটু ঠিক করতে কাজে এসেছিল তাঁর নিজেরই মূত্র! বিচিত্র শোনালেও নিজের মূত্র নিয়মিত পান করে সুস্থ হয়েছিলেন তিনি, এমনই দাবি করেছেন খোদ অভিনেতা।
একটি হিন্দি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরেশ রাওয়ালের মূত্র পানের স্বীকারোক্তি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, হাঁটুর চোট নিয়ে হাসপাতালে ভর্তি থাকার সময় অজয় দেবগনের বাবা বিরু দেবগন তাঁকে দেখতে এসেছিলেন। তিনিই তাঁকে পরামর্শ দেন মদ এবং মাংস খাওয়া ছেড়ে দিতে এবং প্রত্যেক দিন সকালে উঠেই নিজের মূত্র পান করতে। পরেশের দাবি, চিকিৎসকেরা ভেবেছিলেন তাঁর চোট সারতে অন্তত দুই থেকে আড়াই মাস সময় লাগবে। কিন্তু তিনি রোজ সকালে বিয়ার পান করার মতো করে নিজের প্রস্রাব পান করা শুরু করেন। আর তাতেই মাত্র দেড় মাসে সুস্থ হয়ে যায় হাঁটু।
বিষয়টি ঠিক কতটা বিজ্ঞানসম্মত? জানতে আজকাল ডট ইন এর তরফ থেকে যোগাযোগ করা হয় এসএসকেএম হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসক সৌরভ দাসের সঙ্গে। চিকিৎসকের সাফ কথা, “এসব কথায় একেবারে কান দেবেন না। মূত্র মানব শরীরের বর্জ্য পদার্থ বলেই তা দেহের বাইরে বেরিয়ে যায়। প্রস্রাবের মধ্যে এমন কোনও উপাদান থাকে না যা চোট সারাতে পারে বা ভাঙা হাড় জুড়ে দিতে পারে।” তাঁর বক্তব্য, “চিকিৎসাশাস্ত্রে অন্তত এমন কিছুর উল্লেখ নেই।” চিকিৎসকের সাফ কথা, হাঁটুর চোটে কখনও কখনও হায়ালুরনিক ইঞ্জেকশন দেওয়া হয়, কখনও অস্ত্রোপচার করা হয়। প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপির পরামর্শও দেওয়া হয়, যাতে পায়ের অন্য পেশি শক্তিশালী হয় এবং হাঁটুতে চাপ কম পড়ে। তবে অভিনেতার দ্রুত সুস্থ হওয়ার দাবি কি একেবারেই বাজে কথা? চিকিৎসকের ব্যাখ্যা, “দেখুন ডাক্তারবাবু যদি বলেন আপনার হাঁটু সারতে দু-আড়াই মাস সময় লাগবে, তখন তিনি গড়ে কতটা সময় লাগতে পারে সেকথা বলছেন। প্রত্যেক রোগীর শারীরিক গঠন আলাদা। কারও কারও ক্ষেত্রে ওষুধ দ্রুত কাজ করে, তাই রোগ দ্রুত সেরে যায়। কারও ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। এর সঙ্গে নিজের প্রস্রাব পান করার কোনও সম্পর্ক নেই।”
শিশ্নের উপর জ্বর ঠোসার মতো তরলপূর্ণ ক্ষত! কারণ শুনলে থরথর করে কাঁপুনি ধরবে শরীরে
কনট্যাক্ট লেন্স পরেন? অন্ধ হয়ে যেতে পারেন! ভুলেও করবেন না এই ৫টি কাজ
রাতে কেন বেড়ে যায় হাঁপানির টান? জানলে চোখ কপালে উঠবে
সাবধান! কান সুড়সুড় করলেই ইয়ার বাড দিয়ে খোঁচান? যে কোনও সময় মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে
ত্বকের ক্যানসারে আক্রান্ত কুস্তিগীর জন সিনা, তিল কিংবা আঁচিল দেখে চিনুন এই মারণ রোগ
ঠান্ডা দুধ খেলে কি সত্যিই অম্বল কমে? পেটের সমস্যায় কতটা কার্যকর এই ঘরোয়া টোটকা?
অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?
রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?
মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা